অনুভবে নরসিংদী
আগস্ট মাসের সেরা লেখক
পরিচালনা পর্ষদের বিবেচনায় আগস্ট মাসের ( ২০২৩ খ্রি:) সেরা লেখক নির্বাচিত হয়েছেন আমাদের গ্রুপের অন্যতম নিবেদিতপ্রাণ সদস্য জনপ্রিয় কবি Nurul Islam Nurchan । কবিকে অভিনন্দন জানাচ্ছি। তাঁর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
কবি নূরুল ইসলাম নুরচানের জন্ম নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন পেতিপলাশী গ্রামে। তাঁর পিতা মরহুম সামসু উদ্দিন, মাতা মরহুমা মরিয়ম বেগম। পাঁচ ভাই তিন বোনের মধ্যে তিনি পঞ্চম।
অনেক আগে থেকে লেখালেখি শুরু করলেও ১৯৯৭ সালে ‘এরই নাম জীবন’ উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা চারটি। এগুলো সবই গল্প উপন্যাস। বর্তমানে তার একটি একক কবিতা গ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে। তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত রয়েছেন। পাশাপাশি তিনি ‘শিবপুর সাহিত্য পরিষদ’ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
কবি নূরুল ইসলাম নূরচানের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
প্রতিষ্ঠাতা পরিচালক
অনুভবে নরসিংদী।