শিবপুর সংবাদদাতা:
আগামীকাল বৃহস্পতিবার (২২/১২/২০২২) বিকালে শিবপুর কলেজ গেইডের দক্ষিণ পাশে হালিমাতুস সা’দিয়া রা.দাওরায়ে হাদীস মহিলা মাদ্রাসায় ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
অত্র মাদাসার মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অ্রতিথি হিসেবে উপস্হিত থাকবেন ইসলামপুর মাদ্রাসার মহাপরিচালক ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সন্ধীপি,প্রধান মেহমান হিসেবে উপস্হিত থাকবেন হামিউস সুন্নাহ দওেরগাঁও মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাব্বীর আহমেদ দা: বা:,বিশেষ মেহমান হিসেবে উপস্হিত থাকবেন বৌয়াকুড় ও অত্র মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা আব্দুর রশিদ দা:বা:।উক্ত ওয়াজ মাহফিল কে. এম হজ্ব ট্রাভেলস্ এর সৌজন্যে অনুষ্ঠিত হবে।