শিবপুর সংবাদাতা:
আগামীকাল শনিবার শিবপুরে সাত ঘন্টা জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ।নরসিংদী ৩৩ কেভি সুইচিং ষ্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষন কাজের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে।
জানাগেছে, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি -২ চৌয়ালা নরসিংদী এর পক্ষ থেকে বিদ্যুৎ বন্ধের নোটিশের মাধ্যমে ( যার স্মারক নং ২৭,১২,৬৮৬০,৫৩৫,০৯,২৬,২৩,৫৯৭) জানানো হয়েছে যে,সমিতির আওতাধীন নরসিংদী ৩৩ কেভি সুইচিং ষ্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষন কাজের জন্য আগামীকাল (১১/০২/২০২৩) শনিবার সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সাট- ডাউন থাকবে।তাই উল্লেখিত সময়ের মধ্যে সুইচিং ষ্টেশনের ৩৩ কেভি আউটগোয়িই ফিডার সমুহের আওতাধীন নরসিংদী জেলার নরসিংদী সদর,শিবপুর,বেলাব ও রায়পুরা উপজেলায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিবপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি সৃত্র জানায়, আগামীকাল শনিবার সাত ঘন্টা বিদ্যুৎ বন্ধের কথা বলা হলেও শিবপুরের গ্রাহকরা বিদ্যুৎ পেতে আরেকটু বেশি সময় লাগতে পারে।