• মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

আগামী সংসদ নির্বাচনের জন্য শিবপুর আসনে হাতপাখার প্রার্থী চূড়ান্ত

admin / ১৪৩ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর আসনে হাতপাখার দলীয়  প্রার্থী হিসেবে  ওয়ায়েজ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করা হয়েছে।

আলো রিপোর্ট♦

গত জুলাই – আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকারের প্রায় নয় মাস অতিবাহিত হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি।তবে অন্তবর্তীকালীন সরকারের সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুন এর মধ্যে যে কোন সময় হতে পারে বলে ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী সংসদ নির্বাচনে একক ভাবে নাকি জোটগত ভাবে নির্বাচন করবে সেটা এখনো দল চূড়ান্ত করতে পারেনি। এদিকে নির্বাচন কমিশন জাতীয সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী – ৩ শিবপুর আসনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়ায়েজ হোসেন ভূঁইয়া কে শিবপুর আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য নাম চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানাগেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুর রহিম মীর শিবপুরের আলো’কে বলেন—– নির্বাচন কমিশন এখনো নির্বাচনের তপসিল ঘোষণা করেনি।আগে জাতীয় সংসদ নাকি স্হানীয় নির্বাচন হবে তাও ঠিক হয়নি। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এখনো সিদ্ধান্ত নেয়নি একক ভাবে নাকি জোটগত ভাবে নির্বাচনে অংশ গ্রহন করবে। সমমনা বিভিন্ন দলের সাথে ইসলামী আন্দোলনের কথাবার্তা চলছে। তাই আগামী সংসদ নির্বাচনে দল যদি একক ভাবে অংশ গ্রহন করে তাহলে শিবপুর আসনে হাতপাখার প্রার্থী হিসেবে ওয়ায়েজ হোসেন ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন তা চূড়ান্ত করা হয়েছে। আর যদি দল জোটগত ভাবে নির্বাচনে অংশ নেয় তাহলে প্রার্থী পরিবর্তন হতে পারে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর আসনে হাতপাখা প্রতীকের চূড়ান্ত করা প্রার্থী ওয়ায়েজ হোসেন ভূঁইয়া শিবপুরের আলো’কে বলেন —- স্হানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই কেন্দ্রীয় কমিটি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার প্রার্থী হিসেবে নরসিংদীর শিবপুর আসনের জন্য আমার নাম চূড়ান্ত করেছে। আমি গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার মনোনীত প্রার্থী হিসেবে শিবপুর আসনে অংশ গ্রহণ করে ছিলাম।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category