নিজস্ব সংবাদাতা:
আগামীকাল ২৯ ডিসেম্বর নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হবে।সম্মেলন কে সফল করার জন্য ইতিমধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বানিয়াদি গোল চত্বরের পাশে অবস্থিত পার্টির কার্যালয়ে অনুষ্ঠিতব্য দ্বি -বার্ষিক সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মো: শফিকুল ইসলাম শফিক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা জাতীয় পার্টির সদস্য সচীব মো: ওমর ফারুক ভূঁইয়া।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শামীম হাসান শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — আগামীকাল ২৯ ডিসেম্বর উপজেলা জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্টিত হবে।সম্মেলন কে সফল করার জন্য প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আমরা আশা করি শান্তিপূর্ণ পরিবেশে আগামীকালের অনুষ্ঠিতব্য সম্মেলনের মাধ্যমে একটি সুন্দর কমিটি উপহার দিবে।যারা শিবপুরে জাতীয় পার্টিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবে।পাশাপাশি সকল নেতাকর্মীদের আপদে- বিপদে সব সময় পাশে থাকবে।