মাহবুব খান:
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা এইচ এম এ আলী দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,সহ-সভাপতি আজিজুর রহমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার এ কে এম খুরশিদ আলম,জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হোসেন সরকার,শিবপুর পৌরসভা তাঁতীলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মিঠু,যুগ্ন আহ্বায়ক সোহেল রানাসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ,প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে প্রধান অতিথি মাদ্রাসার চারতলা নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।