♦আলো রিপোর্ট ♦আ
জ বুধবার (৮ জানুয়ারী) ২০২৫) শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের গাবতলা দারুন্নাজাত মাদ্রাসা ও এতিমখানার হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বারো তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।
অত্র মাদ্রাসার আয়োজনে মানিকদী গাবতলা ঈদগা মাঠে অনুষ্ঠিতব্য মহা সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতী সিবগাতুল্লাহ নুর। আলহাজ্ব আব্দুল বাসেত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মাহফুজুর রহমান খান উপস্থিত থাকবেন।
এছাড়াও মুফতী ওবায়দুল্লাহ বিন সাইদ, মুফতী শেষ আব্দুল কাইয়ুম, মুফতী আজমল নাবীল মাদানী প্রমুখ। প্রধান পৃষ্ঠপোষকতায় থাকবেন মো: সামসুল আলম।