হাবিবুর রহমান মাস্টার:
এ ধরায় আগত সকল মানবকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সচল সময়ের পূর্ব ক্ষনেও সজন প্রেম প্রীতি মমতা ছিন্ন বেদনার হাহাকার শিখা প্রেমিক হৃদয়ে ধাউ ধাউ করে জ্বলতে থাকে, যে দহন কাতরতা শিতল জলে নিবৃত হয়না।
আজ দু’বছর অতীত হতে চলছে আমার আব্বা এ পৃথিবীতে আগমনের পর ১১০ বছর ১১মাস ৫দিন অতিবাহিত করে গত ১৩/৮/২০২১ ইং শুক্রবার রাতে প্রভুর ডাকে পরপারে চলে যান।আজ দীর্ঘদিন আতিবাহিত হলেও কল্পনায় তিনি যেন সদা সচল দেহে দৃশ্যমান আমার আখীর পাতায়।আব্বাজান প্রাপ্ত বয়সে আড়াইহাজার নিবাসী জ্ঞান তাপস, কামেল মরহুম মাও: রফিজউদ্দিন সাহেবের সহচর্যে ধর্মীয় আত্মজ্ঞান অর্জনের সুযোগ পেয়েছিলেন।তিনি শেষ বয়সে সামাজিক ও ধর্মীয় অনুভূতি পূর্ণ উপদেশ,স্রষ্টার নৈকট্য লাভের মর্মবানী,সুমধুর কন্ঠে পবিএ কোরআন তেলায়াত ও শেষ বিদায় মুহুর্তে আল্লাহর পবিএ নাম উচ্চারণের স্পষ্টতা আজও যেন ধ্বনিত হয় আমার কর্নকোহরে, যার ফলে কোনো একসময় কল্পনায় হারিয়ে যাই অন্য কোথাও অসীম ভুবনে। গহীন সাগরের ডেউ এর সাথে তরী যেমন দুলতে থাকে তেমনি হৃদয় পাথারে বিদায়ী আব্বার স্মৃতির পরশ সদা যেন বিরাজমান।তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন না তবু সাধারন মানুষ তার পাশে বসে, মৃত্যুর পরবর্তী অনন্ত জীবন যাপনের বিশ্লেষন মূলক হেদায়েত শ্রবনে শ্রোতাবৃন্দ ক্ষনিকের জন্য হলেও ভুলে যেতেন পার্থিব জীবনের ভোগ বিলাসের কথা। জানিনা আব্বার বিদেহী আত্মা অচিন পথের কোন মোকামে বিরাজিত।এ মর্মে আমি বিনীতভাবে সর্বমহলের নিকট দোয়া প্রার্থী, প্রভু যেন আমাদিগকেও মাফ করার পাশাপাশি আব্বাকেও জান্নাতুল ফেরদৌসে অবস্থানের সুযোগ নসিব করেন।
লেখক : সাংবাদিক