• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

আমার লেখালেখির জীবনে পাঠকদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি — কবি ও লেখক নূরুল ইসলাম নুরচান

admin / ৬৮ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

♦ আলো রিপোর্ট ♦

সংবাদপত্রের একজন নিয়মিত পাঠক ছিলেন নূরুল ইসলাম নূরচান (৫৭)। তারপর ১৯৯১ সালে মরহুম হাবিবুল্লাহ বাহারের সম্পাদনায় নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকায় শিবপুর সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার পেশায় কাজ করার পর হয়েছেন সম্পাদক। পাঠক, সম্পাদক, লেখক, সাহিত্যিক ও কবি হিসেবে নিজের দক্ষতার পরিচয় দিতে সফল হয়েছেন তিনি। তাই সফলতার পুরস্কার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন সম্মাননা স্মারক ও এওয়ার্ড।

১৯৭৪ সালে নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের পেতিপলাশি গ্রামে জন্ম গ্রহন করেন তিনি। প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা ছাড়াও নিজেকে প্রতিষ্ঠা করা যায় তার প্রমান হলেন তিনি। ১৯৯৭ সালের ২১ শে বইমেলায় ‘এরই নাম জীবন’ উপন্যাস প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। নূরুল ইসলাম নূরচান- এর প্রকাশিত গ্রন্থ সংখ্যা পাঁচটি। এগুলো হলো, ‘এরই নাম জীবন (উপন্যাস), চেনা পৃথিবী অচেনা মানুষ (উপন্যাস) বাইশে মাঘ (নির্বাচিত গল্পগ্রন্থ), চাই শুধু ভালোবাসা (গল্প কবিতা সংকলন) এবং ‘অবশেষে’ (কাব্যগ্রন্থ)।

সাহিত্য বিষয়ক সংগঠন ‘শিবপুর উপজেলা সাহিত্য পরিষদ’ ও শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তিনি। নূরুল ইসলাম নুরচান এর লেখা কবিতা স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হচ্ছে।

জাগো নরসিংদী’ টুয়েন্টিফোর ডটকম ও ডেইলি ৭১ ডটকম এবং ‘সময়ের খেয়া’ নামে মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক, নূরুল ইসলাম নুরচান নিজের সফলতা নিয়ে কথা বলেছেন ‘শিবপুরের আলো’ ২৪ ডট কম এর সাথে। আর সাক্ষাৎকারটি নিয়েছেন ‘শিবপুরের আলো ২৪ ডট কম ‘ এর সম্পাদক ও প্রকাশক মো: হাবিবুর রহমান সুমন।

শিবপুরের আলো : আপনি কেমন আছেন?
নূরুল ইসলাম নুরচান : আল্লাহর রহমতে ভালো আছি।
শিবপুরের আলো: আপনি প্রথমে ছিলেন সংবাদপত্রের একজন নিয়মিত পাঠক। কিন্তু ১৯৯১ সালে সাংবাদিকতার পেশায় আসেন আপনি। এর কারণ কি?
নূরুল ইসলাম নুরচান : সমাজে সুবিধাবঞ্চিত মানুষের কথা বলার জন্য।
শিবপুরের আলো : আপনি দীর্ঘ সময় স্হানীয় ও জাতীয় দৈনিকে উপজেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তারপর কি মনে করে নিজের সম্পাদনায় একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করলেন?
নূরুল ইসলাম নুরচান : কিছু কিছু সংবাদ আছে যা ওই পত্রিকায় প্রকাশ করে না। যেসব সংবাদ প্রকাশ করে না সে গুলো প্রকাশ করতেই আমি নিউজ পোর্টাল করেছি।
শিবপুরের আলো : আপনি দীর্ঘ সময় ধরে সম্পাদনার দায়িত্ব পালন করে আসছেন। এই সময়ের মধ্যে সব চেয়ে বেশি কোন কোন বিষয়ে সমস্যার মোকাবেলা করতে হয়েছে আপনাকে?
নূরুল ইসলাম নুরচান : সত্য প্রকাশ করতে গিয়ে অনেক সময় আমাকে রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখোমুখি হতে হয়েছে।
শিবপুরের আলো : আপনার সম্পাদনায় ‘জাগো নরসিংদী২৪ ডট কম ‘ অনলাইন নিউজ পোর্টাল এর পাশাপাশি ‘সমযের খেলা ‘ নামে একটি মাসিক সাহিত্য ম্যাগাজিন নিয়মিত প্রকাশিত হচ্ছে। এতে পাঠকের সাড়া কেমন পাচ্ছেন?
নূরুল ইসলাম নুরচান : ‘সময়ের খেয়া’ পত্রিকাটি প্রকাশের পর পাঠক ও লেখকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। আমি আশাবাদী এই পত্রিকার মাধ্যমে নতুন নতুন লেখকের সৃষ্টি হবে
শিবপুরের আলো : আপনার অনেক গুলো গল্পের বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে কোন বইটি সবচেয়ে বেশি পাঠকের সাড়া পেয়েছেন?
নূরুল ইসলাম নুরচান : আমার সব গুলো বই পাঠক প্রিয়তা পেয়েছে। এর মধ্যে আমার প্রথম প্রকাশিত উপন্যাস ‘এরই নাম জীবন ‘ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এর পাশাপাশি কবিতার বই ‘অবশেষে ‘ পাঠক হৃদয়ে যথেষ্ট সাড়া জাগিয়েছে।

শিবপুরের আলো : আপনি পাঠক থেকে সাংবাদিক,সাংবাদিক থেকে সম্পাদক আর লেখক থেকে কবি । কার অনুপ্রেরণায় এই সাফল্যের দেখা পেয়েছেন বলে আপনি মনে করেন?

নূরুল ইসলাম নুরচান : অগ্রজদেরর লেখা পড়ে পড়ে নিজে কিছু লেখার অনুপ্রেরণা পেয়েছি।
শিবপুরের আলো : আপনি ভবিষ্যতে আর কি হতে চান?
নূরুল ইসলাম নুরচান : আমার লেখালেখির জীবনে পাঠকদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি। তাই আর কিছু হতে চাই না। আমি চাই আমার লেখাগুলোর গঠনমূলক আলোচনা ও সমালোচনার পাশাপাশি যথাযথ মূল্যায়ন করা হোক।
শিবপুরের আলো : নতুনদের জন্য আপনার কি উপদেশ?
নূরুল ইসলাম নুরচান : ভালো কিছু সৃষ্টি করতে হলে আগে নিজেকে সেভাবে তৈরি করতে হয়। নতুন লেখকদের মধ্য থেকে অনেক প্রতিভা ফুটে উঠেছে। আমি চাই নতুনরা আরো বেশি করে সাহিত্য চর্চা করুক।

শিবপুরের আলো : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
নূরুল ইসলাম নুরচান : আপনাকেও ধন্যবাদ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category