আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার :::
নরসিংদীর শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য
ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন —– আমি এমপি থাকা কালে যে সকল উন্নয়ন মূলক কাজ চালু করেছিলাম তার অনেক কিছুই এখনো হয় নি।আগামী রবিবারের নির্বাচন হবে সুষ্ট ও অবাধ নিরপেক্ষ। নির্বাচনে থাকবে বিভিন্ন বাহিনী। নির্বাচন নিয়ে অনেকে কিছু বলছে। এতে আপনারা কোন কান দিবেন না। পলাশ থেকে শিবপুরে এসে ভোট দেওয়ার কোন সুযোগ নাই।তারা শিবপুরে এসে ভোট দিবে ত বহু দুরের কথা, সাধারচরেই ডুকতে পারবে না। নির্বাচন নিয়ে পলাশের ব্যাপারে আমরা কখনো নাক গলাই নি। শিবপুর একটি শান্তি প্রিয় এলাকা। পলাশ বাসিকে আমি অনুরোধ করবো, আপনারা শিবপুরে কোন অশান্তি সৃষ্টি করবেন না।
আমি যদি এমপি হই, শিবপুরকে সন্ত্রাস মুক্ত রাখবো। তাছাড়া মাদক মুক্ত এসটি উপজেলা উপহার দিবো।আমি যদি এমপি না হতে পারি তাহলে বিভিন্ন অফিসে গিয়ে টাকা দিয়ে কাজ করাতে হবে।
আজ বুধবার বিবালে উপজেলার ইটাখোলায় নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। সভায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।