আবুনাঈমরিপন, স্টাফ রিপোটার:
নরসিংদী শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন ওরফে হারুন খাঁনকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে আগামীকাল মঙ্গল বার বিকাল তিন ঘটিকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।এই প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মৃত্যুর কোল থেকে বেচে আসা হারুন অর রশীদ খাঁন।
জানাগেছে, উপজেলার ইটাখোলা গোল চত্বরে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠিতত্ব্য প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখবেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা, শিবপুরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল , শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব ফেরদৌসী ইসলাম সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।
আগামীকালের সভা সফল করার জন্য উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ,মৎসজীবী লীগের সকল নেতাকর্মী সাধ্যমতো চেষ্টা করছেন বলে কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন শিবপুরের আলো ২৪ ডট কম’কে।