আলো রিপোর্ট:
শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব হারুনুর রশীদ খাঁনের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যােগে আগামীকাল বৃহস্পতিবার ( ৮ জুন) বিকেলে শিবপুর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দোয়া, মিলাদ মাহফিল আলোচনা সভা সফল করতে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আগামীকালের সভায় উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য ঊপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হয়েছে।
উল্লেখ্য যে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে ২৫ বছর দায়িত্ব পালন করা হারুনুর রশীদ খাঁন গত ৩১ মে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ২৫ ফেব্রুয়ারী ভোর বেলায় শিবপুর বাজারে অবস্থিত নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিনি।