নিজস্ব সংবাদদাতা:
কাগজে কলমে আহবায়কের নাম খাকলেও বাস্তবে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সকল কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আহবায়ক মোফাজ্জল হোসেন খাঁন ওরফে সেজু।ফলে এই পরিষদের কার্যক্রম দেখবাল করছেন পরিষদের সদস্য সচীব আরিফ উল ইসলাম মৃধা।গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে সর্মথন করায় পরিষদ নিয়ে বির্তকিত সৃষ্টি হয় ভূঁইয়াপন্ত্রী সহ স্হানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে। ফলে পরিষদের আহবায়কের দায়িত্বে থাকা মোফাজ্জল হোসেন খাঁন সেজু পরিষদ থেকে নিজেকে সরিয়ে নেন।
জানাগেছে, বিএনপির সাবেক মহাসচীব, চারদলীয় জোট সরকারের সাবেক স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া গত ২০১০ সালের ২৮ জুলাই মৃত্যু বরণ করেন।তাই মান্নান ভূঁইয়ার আর্দশকে লালন-পালন সহ তা বাস্তবায়ন করতে শিবপুরে গঠন করা হয় আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ।মান্নান ভূঁইয়ার নিজের লোক হিসেবে পরিচিত আবুল হারিস রিকাবদার ওরফে কালা মিয়া কে আহবায়ক ও আরিফ উল ইসলাম মৃধাকে সদস্য সচীবের দায়িত্ব দেওয়া।কিন্তু গত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে দুই নেতার মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্ব । এক পর্যায়ে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ থেকে বেরিয়ে যান আহবায়ক কালা মিয়া।ফলে সেই দায়িত্ব গ্রহণ করেন সাবেক বিএনপি নেতা মোফাজ্জল হোসেন খাঁন সেজু।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন কে সর্মথন করায় পরিষদের নেতৃত্ব ও কার্যক্রম নিয়ে ভূঁইয়া পন্ত্রীদের মধ্যে সৃষ্টি হয় দ্বদ্ধ।শেষ পর্যন্ত ২০১৯ সালে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেন সেজু খাঁন।সেই থেকে কাগজে কলমে আহবায়কের নাম থাকলেও বাস্তবে আহবায়ক বিহীন চলছে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের কার্যক্রম।আসাদ দিবস,একুশে ফেব্রুআরি, স্বাধীনতা দিবস, বিজয়ে দিবস,মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যু বার্ষিকীতে পুষ্প স্তবক অর্পণের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই সংগঠনের কার্যক্রম।তাই আহবায়ক বিহীন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ পরিচালনা করতে বেগ পেতে হয়নি সংগঠনের সদস্য সচীব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধাকে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ সূত্র শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন-সেজু খাঁন আগে আহবায়কের দায়িত্ব পালন করলেও বর্তমানে পরিষদের সাথে তার কোন যোগাযোগ নাই।যোগাযোগ রাখবে কি রাখবে না এটা ওনার একান্তই ব্যাক্তিগত ব্যাপার।
এ ব্যাপারে শিবপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে ও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের আহবায়ক শিবপুরের আলো’কে বলেন—আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সাথে আমার কোন যোগাযোগ নাই।