‘ ::’ নিজস্ব সংবাদদাতা :::
নরসিংদীর শিবপুরে বর্ষিয়াণ রাজনীতিবিদ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও উপজেলা পরিষদের আমৃত্যু চেয়ারম্যান শহীদ হারুনুর রশীদ খানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহীদের বাসভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসীন নাজির,নরসিংদী-৩ শিবপুরের নৌকার প্রতিনিধি, শহীদ পরিবারের সন্তান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জননেতা ফজলে রাব্বি খান,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কৃষি বিষয়ক সম্পাদক শামসুল হূদা মুকুল, শহীদ হারুনুর রশীদ খানের উত্তরসূরি ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাদারণ সম্পাদক আমিনুল ইসলাম খান তাপসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের ২৫ শে ফেব্রুয়ারি নিজ বাসায় ঢুকে দূর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খানকে গুলি করে।দীর্ঘ তিন মাস তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে যান।এখনো পর্যন্ত এই লোমহর্ষক হত্যাকান্ডে জড়িতদের কোন বিচার হয়নি।