• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

ঈদের পরেই শিবপুর উপজেলা উপ- নিবার্চনের তফসিল ঘোষণা

admin / ৫৯১ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

আলো রিপোর্ট :

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খাঁনের মৃত্যু হওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়। শূণ্য হওয়ার তিন মাসের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা থাকায় সব কিছু ঠিক থাকলে  আসছে পবিত্র ঈদুল আযহা (ঈদের) ছুটি শেষেই শিবপুর উপজেলা উপ- নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এমনই আভাস দিয়েছে একটি বিশ্বস্ত সূত্র।তবে উপজেলা নির্বাচন অফিস বলছে আমাদের কাছে এ সংক্রান্ত কোন চিঠি এখনো পর্যন্ত আসেনি।

জানাগেছে, গত ২০১৯ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত প্রার্থী আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা কে পরাজিত করতে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আ’লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব হারুনুর রশীদ খাঁন। গত ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারী সকালে শিবপুর বাজারে অবস্থিত নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হারুনুর রশীদ খাঁন। স্হানীয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। কিছুটা সুস্থ হলেও শেষ পর্যন্ত গত ৩১ মে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। ফলে উপজেলা চেয়ারম্যানের পদ টি শূণ্য হয়ে যায়।বর্তমানে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তাপসী রাবেয়া।তিনি নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার  উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে অফিস সহায়ক বিল্লাল হোসেন শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — শিবপুর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসীল সর্ম্পকে নির্বাচন কমিশন থেকে আমরা এখনো কোন চিঠি পাইনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category