মনির হোসেন, শিবপুর প্রতিনিধি:
তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী যায়ান আবেদীন বলছি মেয়ে শোনো শিরোনাম নতুন গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছে।
এস কে দিপের কথা ওপার বাংলার সংগীত পরিচালক পিয়াস দাশের সুর “বলছি মেয়ে শোনো” গানে কন্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠ থেকে উঠে আসা তরুণ সংগীত শিল্পী যায়ান আবেদীন।ইতিমধ্যে গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি আসন্ন ঈদ উপলক্ষে টি মিউজিক স্টেশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।গানটির সম্পর্কে শিল্পী বলেন- গানটি বেশ সুন্দর একটি গান, গানটি তে একজন মানুষের প্রতি অঘাত ভালোবাসা প্রকাশ করেছে, গানটি আশাকরি শ্রোতা প্রিয় হবে।
গানটির প্রযোজক কার্তিক শীল বলেন তরুণ সংগীত শিল্পী যায়ান আবেদীনের গান সবসময় ভালো লাগে। তাই যায়ান আবেদীন কে নিয়ে বেশ কিছু গান আমরা করছি। এর আগে দুটো গান করেছে যা শ্রোতাদের কাছে বেশ সাড়া পেয়েছি ।সামনে আরো কিছু গান নিয়ে কাজ করতে যাচ্ছি।
“বলছি মেয়ে শোনো” এই গানটি শ্রোতারা সুন্দর ভাবে গ্রহণ করবেন বলে আশাবাদী শিল্পী।