আলো রিপোর্ট:
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ গ্রহণ না করার ঘোষণা দিলেও দলীয় প্রার্থী নিয়ে স্হানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা গুঞ্জন । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগী ও সাবেক সংসদ সদস্য মরহুম রবিউল আউয়াল খাঁন কিরণ এর পরিবার থেকেই উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পাচ্ছেন এমন গুঞ্জন নেতাকর্মীদের মুখে মুখে। উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ফজলে রাব্বি ও পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো: আমিনুর রশীদ খাঁন তাপস এই দুই জনের একজন উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন এমনটাই শুনা যাচ্ছে। উপজেলা আ’লীগের ২৫ বছর দায়িত্ব পালন করা মরহুম হারুনুর রশীদ খাঁনের ছেলে আমিনুর রশীদ খাঁন তাপস দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি বলে কেউ কেউ মনে করছেন।
এব্যাপারে জানতে শিবপুরের আলো ২৪ ডট কম থেকে মো:ফজলে রাব্বী ও মো: আমিনুর রশীদ খাঁনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা ।কিন্তু তাদের কে পাওয়া যায় নি।
শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসীন নাজির শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন– উপজেলা উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।তাই দলীয় মনোনয়ন কাকে দেওয়া হবে এব্যাপারে কোন সিদ্ধান্ত বা আলোচনা হয়নি আমার সাথে। রবিউল আউয়াল খাঁন কিরণ ও হারুনুর রশীদ খাঁনের পরিবার থেকে যদি কেউ একজন ( মা,বোন,দুই ভাই) পদে নির্বাচন করার দাবী করে, তাহলে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। তবে নির্বাচনী তফসিল ঘোষণার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, সাবেক শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুনুর রশীদ খাঁন নিজ বাসায় গত ২৫ ফেব্রুয়ারী সন্ত্রাসীদের গুলিতে আহত হন। ৯৪ দিন পর ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।বর্তমানে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তাপসী রাবেয়া দায়িত্ব পালন করছেন।