মাহবুব খান:
সন্ত্রাসীদের গুলিতে আহত শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশীদ খাঁনকে গুলি করে হত্যা চেষ্ঠার ঘটনা সুষ্ঠ তদন্ত করে জড়িতদের শাস্তি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে হারুন অর রশীদ খাঁন সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তাকে এ ব্যাপারে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকারের সময় উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ দিয়ে হারুন অর রশীদ খানের কথা শুনেন। এসময় শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল,প্রচার সম্পাদক ও হারুনুর রশীদ খানের ভাতিজা ফজলে রাব্বি খান ও ছোট মেয়ে শর্মি খানম উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন — আমাদের নেত্রী, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সুষ্ঠু বিচারের আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য যে, গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।