নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া(মোহন)’র অনুপস্থিতেই অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা।সভায় এমপির উপস্থিত থাকার কথা থাকলেও গুরুত্বপূর্ণ কাজ থাকায় তিনি আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকতে পারেন নি বলে একটি সুত্র জানায়।
আজ মঙ্গলবার (১৩ জুন) উপজেলা পরিষদ সভা কক্ষে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন —– শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসীন নাজির, শিবপুর উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান বুলু, শিবপুর উপজেলা আওগয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার (কালা মিয়া), উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদের কিবরিয়া, শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর, বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, প্রমূখ।
গতমাসের উপজেলা আইন শৃঙ্খলা কমিটিতে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত থাকলেও আজকের সভায় তিনি ছিলেন অনুপস্থিত।