নবনির্বাচিত উপজেলা মহিলা চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম ও স্বামী শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা.
আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার.
সকল জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা মহিলা আ,লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম ৪ হাজার সাত শত সাত ভোট বেশি পেয়ে বে-সরকারী ভাবে শিবপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শিবপুরের ইতিহাসে মহিলা হিসেবে তিনিই প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ উল ইসলাম মৃধা পেয়েছেন ৪৩০৭৯ । ফেরদৌসী ইসলাম নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শিবপুর আসনের বর্তমান সংসদ সদস্য সিরাজুল ইনলাম মোল্লা ওরফে সিরাজ মোল্লার সহধর্মিনী।
ঘোষিত ফলাফল থেকে জানাগেছে, নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত শিবপুর উপজেলায় মোট ভোটর সংথা ছিল ২৬৮০৫ জন। ভোট কেন্দ্র ছিল ৯৭ টি। মোট ভোট পড়েছে ১০৮৯১০ টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ৯৯৪৭৫ । বাতিল কৃত ভোটের সংখ্যা ৯৪৩৫ টি।
আজ বুধবার অনুষ্ঠিত শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করা প্রার্থীরা হলেন ফেরদৌনী ইসলাম ( কাপ পিরিচ মার্কা ৪৭৭৮৬ ভোট), আরিফ উল ইসলাম মৃধা ( দোয়াত কলম মার্কা ৪৩০৭৮), মো: আসাদুজ্জামান আমাদ ( মোটর সাইকেল মার্কা ১৩৩৮৮), একে ফজলুল হক ( আনারস মার্কা ৮৫৩ টি).
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নাছিমা সুলতানা ( হাস মার্কা ৩৬৫৯০) , মাহমুদা আক্তার শারমীন ( কলস মার্কা ১১২৭৯) মাহিয়া মনি ( ৩৬৩২৩). সালমা বেগম মার্কা ফুটবল).১৫২৮৩