• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

কতিপয় নামধারী সাংবাদিকদের চাটুকারিতা বন্দ করা উচিত!

admin / ৪২৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

সংবাদপএ মানেই সমাজের আয়না।আর সংবাদপএে সংবাদ প্রকাশের জন্য উপযোগী সংবাদ তৈরি করেন সাংবাদিক বা রির্পোটার।তাই সংবাদপএের সাথে সাথে সাংবাদিকদেরও রাষ্টের চর্তুথ স্তম্ভ বলা যায় ।একজন সাংবাদিক সবসময় সচেতন, বুদ্ধিমান, সত্যের পক্ষে এবং যে কোন অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখতে প্রস্তুত থাকবে এটাই স্বাভাবিক। কোথাও বিচার না পেলে ভুক্তভোগি মানুষগুলি সংবাদপএের তথা সাংবাদিকদের দারস্থ হন।কারণ শেষ ভরসা থাকে সংবাদপএ । সংবাদপএের দিকে তাকালে বুঝা যায় একটি দেশের উন্নয়ন,অনিয়ম – দূর্নীতি , অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা । তাই রাষ্ট্রের তৃতীয় স্তম্ভের পরেই সংবাদপএ বা সাংবাদিকদের অবস্থান । কিন্তু কতিপয় দূর্নীতিবাজ মানুষ যখন সাংবাদিকতার পেশার নাম করে নিজেদের পেশাগত দায়িত্ব ভুলে গিয়ে চাটুকারিতায় লিপ্ত সহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি সাথে যুক্ত হয় তখন সাংবাদিকদের মান – মর্যাদা ধূলার সাথে মিশে যায়।পেশাগত দায়িত্ব পালনের সময় চাটুকারিতা ছেড়ে দল মত নির্বিশেষে সত্যের পথে কলম চালিয়ে যাওয়া উচিত। সকল প্রকার লোভ – লালসা ছেড়ে নিজেদের পেশাগত দায়িত্ব সঠিক ভাবে পালন করা উচিত । রাজনৈতিক নেতা বা প্রশাসনের কতিপয় ব্যক্তির সাথে চাটুকারিতা না করে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে পারলেই দেশ এবং দেশের মানুষ উপকৃত হবে । তাই যাদের চাটুকারিতা করার স্বভাব রয়েছে তারা আসুন চাটুকারিতা ছেড়ে নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করি । তাহলেই কেবল দেশ ও দেশের মানুষের উপকারে আসবে সাংবাদিকতার মহান পেশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category