• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

খোলা কলাম :: আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন :: বরকত উল্লাহ

admin / ২৮৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

  :::: বরকত উল্লাহ ::::

প্রিয় শিবপুরবাসী
আসসালামু আলাইকুম।
আপনারা কেমন আছেন? আপনারা সবাই জানেন আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। ছাত্রলীগ করার মধ্য দিয়েই অনুশোচনা হয় আমার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কিত। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি। শেখ হাসিনার নেতৃত্বের দিকনির্দেশনা মেনে চলি। একজন আওয়ামী লীগের নগণ্য কর্মী হিসেবেই নিজেকে মনে করি।

২০০১ সাল থেকে আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিলে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছি আমি। ২০০৮ থেকে প্রতিটা নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে (নৌকা মার্কার) কাজ করছি। যতটুকু সম্ভব সেই মোতাবেক দলের প্রার্থীর পক্ষে নিজের অর্থ, শ্রম ও মেধা ব্যয় করে আসছি।

স্থানীয় সরকার, উপজেলা পরিষদ, পৌরসভা ও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বাহিরে গিয়ে আমি কখনো কোন নির্বাচনে অংশগ্রহণ করি নাই।বাকি জীবনে আর করবও না। নৌকার বাহিরে গিয়ে নির্বাচন এটা নীতি আদর্শের পরিপন্থী।

রাজনীতি করতে গিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় করোনা কালীন সময়ে নিজ ওয়ার্ডের মধ্যে সংখ্যায় কিছু মানুষের সহযোগিতা করতে সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ।

আসলে আমার রাজনীতি শুরু থেকেই আমি কোন দিন রাজনীতি করে একটি টাকা ঘরে এনে আমি খাব এরকম কোন কিছুই আমার চিন্তা ভাবনায় ছিল না। নিঃস্বার্থভাবে আমি রাজনীতি করি। সাধ্য সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি।

রাজনীতি করতে গিয়ে নিজের পকেট থেকে মসজিদ মাদ্রাসা, ওয়াজ, এতিমখানা, স্কুল ও খেলাধুলা, নাটক, দলীয় কর্মসূচীতে বিভিন্ন ভাবে চাঁদা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ।

আজকের যে বিষয়টা সেটা হল নীতি আদর্শ। যার মধ্যে নীতি আদর্শ নেই, তারা হলো স্বার্থপর লোভী মানুষ। তারা রাজনীতি করে নিজের স্বার্থ হাসিল করার জন্য। জনগণের জন্য নয়।

আজকে আপনি চিন্তা করে দেখেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কার মনোনয়ন দিয়েছেন শহীদ পরিবারের সন্তান শহীদ রবিউল আউয়াল খান কিরন সাহেবের সুযোগ্য উত্তরসূরী শহীদ হারুন রশীদ খান সাহেবের ভাতিজা ফজলে রাব্বি খান কে। কিছু নামধারী আওয়ামী লীগ অর্থলোভী মানুষের কারণে আজকে নৌকার পরাজয় হয়েছে। আর এই পরাজয়টা তৃণমূল আওয়ামীলীগের এক একটা কর্মির কষ্টে চোখের পানি সাগরে পরিণত হয়েছে।

যারা নৌকাকে সমর্থন করেছেন তাদের প্রতি রইল আমার মুজিবীয় শুভেচ্ছা। রাজনীতি করতে গিয়ে যদি কারো মনে আমি কোন কষ্ট দিয়ে থাকি থাকি তাহলে দয়াকরে ক্ষমা করে দিবেন আমাকে । ফজলে রাব্বি খান ভাইয়ের জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইল।

লেখক: সৌদি আরব প্রবাসী.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category