নিজস্বসংবাদদাতা:
দুষ্কৃতিকারীরা সরকারী অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় হাতে থাকা পিস্তল দিয়ে পুলিশের এএসআই আওলাদ হোসেন ১০ রাউন্ড গুলিবর্ষণ করার ঘটনার নির্বাহী তদন্ত করবেন নরসিংদী শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত। উপজেলার ঘাগটিয়া এলাকায় গত ২০১৯ সালের ১১ মার্চ গুলিবর্ষণের যৌক্তিকতা তদন্ত করার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত উপস্থিত থেকে এই তদন্ত কাজ পরিচালনা করবেন বলে জানাগেছে।
উপজেলা নির্বাহী কার্যালয় থেকে জারিকরা গণ-বিজ্ঞপ্তি ( স্মারক ননং- ০৫.৩০.৬৮৭৬.০১৩.১৮.০২০.১৭.৫৭২) থেকে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গুলি ও গ্রেফতারী পরোয়ানা বাস্তবায়ন করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী আব্দুর রহমান কে পুলিশ গ্রেফতার করলে কতিপয় দুষ্কৃতিকারী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমন করে আসামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
এ সময় দুষ্কৃতিকারীরা এএসআই আব্বাস আলী ও এএসআই মো: আওলাদ হোসেন কে এলোপাথারী মারপিট করে অস্ত্রগুলি ছিনিয়ে নিতে চায়।তাই এএসআই আওলাদ হোসেন আত্নরক্ষা ও সরকারী অস্ত্র গুলি রক্ষার্থে তার হাতে থাকা ( ইস্যুকৃত সরকারী ৯x১৯) পিস্তল দিয়ে দশ রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিবর্ষণের যৌক্তিকতা যাচাইয়ের জন্য ৮ মে সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে তদন্ত করা হবে।তাই সুষ্ঠ তদন্তের সার্থে নির্ধারিত সময়ে স্থানীয় জনগ্রতিনিধি, সমাজ সেবক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।