♦আলো রিপোর্ট♦
জুলাই বিল্পবের সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সরোয়ার তুষার বলেছেন —– শহীদ আসাদ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চরিত। বিএনপির সাবেক মহাসচীব আব্দুল মান্নান ভূইয়াও শিবপুরের কৃতি সন্তান। আপনারা জানেন আওয়ামিলীগ বলেছিল ভারতে যাওয়াটা হচ্ছে মুক্তিযুদ্ধ করা। ভারতে যখন তারা পালিয়ে গেছে তখন আব্দুল মান্নান ভুঁইয়ার নেতৃত্বে এই শিবপুরে মুক্তাঙ্গন গড়ে তুলেছিল। তখন কিন্তু তাদেরকে ভারতে যেতে হয়নি। তারা শিবপুরে থেকেই পাকিস্তানী সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে।ফলে শিবপুর একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। আমরা সবাই এই ইতিহাসের অংশ। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। গত জুলাই বিল্পবের সময় আওয়ামীগ সরকারের শত অত্যাচারের পরও ইটাখোলায় ছাত্র জনতা যেই দূর্গ গড়ে তুলে ছিল আমরা সেই ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছি। যারা মনে করছেন চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে ২৪ শে জুলাই বিল্পবকে ব্যহৃত করবেন, তাদেরকে বলতে চাই জনগণের দাওয়ায় আপনারা কিন্তু বেশে যাবেন। নাহিদ ইসলামের নেতৃত্বে আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। এটা আমাদের সকলের দল। শিবপুর সহ নরসিংদীতে কোন চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। আমাদের দল ( জাতীয় নাগরিক পার্টি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারে তাহলে আমাদের প্রথম কাজই হবে চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধ করা।
তিনি আজ মঙ্গলবার ( ১৮ মার্চ) নরসিংদীর শিবপুর উপজেলার জুলাই বিল্পবে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন ।
শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লহিল মামুন নিলয়’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এ্যাড. শিরিন আক্তার, শিবপুর উপজেলা প্রতিনিধি আজিজ ভূইয়া, এনসিপির সদস্য এডভোকেট জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ বিল্লাল, সাহেদ জামান ও শহিদ তামিম হৃদয়ের বাবা তমিজ উদ্দিন প্রমূখ। সভা পরিচালনা করেন ছাত্র প্রতিনিধি আসিফ ভুইয়া।