জাতীয় দৈনিক আজকের পএিকা’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক ভাবে শিবপুরে উদযাপন করা হয়েছে।পএিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৭ জুন) বিকেল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসীন নাজির, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ খান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন মিয়া, সমাজ সেবা অফিসার মাহমুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান খান ভুলু, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার কালামিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া,শিবপু্র প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম,নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ,উপ-প্রচার সম্পাদক খোকন সরকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস,এম আরিফুল হাসান, সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরচান,আসাদুজজামান আসাদ,সাবেক সাধারন সম্পাদক,আবুনাঈমরিপন প্রমূখ।