আলো রিপোর্ট:
মো: রাসেল ভূঁইয়া (৩৮)।তিনি সড়ক দূর্ঘটনায় আজ শনিবার (২৫/৩/২০২৩)সকালে সংযোক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত হয়েছে।তিনি নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের চান্দারটেক গ্রামের ও শিবপুর বাজারের পুরানো ব্যবসায়ী,প্রথম শ্রেনীর ঠিকাদার মরহুম আমজাদ হোসেন ভূঁইয়ার ছেলে।
নিহত রাসেল ভূঁইয়ার ছোট ভাই এড: সাদেকুর রহমান ভূঁইয়া শিবপুরের আলো ২৪ ডট কম’ কে জানান, আমার বড় ভাই গত ২০০২ সালে দুবাইয়ে গিয়েছিল।তিনি সেখানে বিকেগ্লাফ কোম্পানীতে ড্রাইবিংয়ের চাকরি করতেন।আজ সকালে রুম থেকে ডিউটি করার জন্য গাড়ি নিয়ে বের হয়।কিন্তু ঘটনাস্থলে পৌছার পর দুর্ঘটনা ঘটলে তিনি মারা যান। পরে বিষয়টি তার রুম মেড ফোন করে আমাদের বিষয়টি জানায়।
আমার ভাই আগামী মাসের শেষের দিকে বাড়িতে আসার কথা ছিল।তিনি গত রমজানের ঈদ বাড়িতে করে গিয়েছিল।আমরা চার ভাই ছিলাম।এর মধ্য রাসেল ভূঁইয়া ছিল দ্বিতীয়।তিনি বিয়ে করেছিলেন।তবে কোন সন্তান নাই তার।