নিজস্ব সংবাদদাতা:
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ খাঁন কে গুলি করে হত্যা চেষ্টার সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ রবিবার (২১/৫/২৩) সকালে শিবপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে থানা সদর রোড, ডাকবাংলো রোড ও কলেজ গেইট হয়ে আবারও বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্পব চক্রবর্তী।
ঢাকার এভার কেয়ার হাসপাতালে লাইফ সার্পোটে থাকা উপজেলা চেয়ারম্যানের অবস্থা আশংকাজনক হওয়ায় শিবপুর এখন উত্তাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্হানীয় পুলিশ প্রশাসন রাখছেন কড়া নজরদারী।
উল্লেখ্য যে , গত ২৫ ফেব্রুয়ারী সকালে শিবপুর থানার পূর্ব পাশে অবস্থিত উপজেলা চেয়াম্যানের নিজ বাসায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুন অর রশীদ খাঁনকে কয়েক জন সন্ত্রাসী গুলি করে হত্যার চেষ্ঠা করে। তিন রাউন্ড গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। ২১ মার্চ তিনি রিলিজ নিয়ে বাড়ী ফিরে আসেন। ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল ভারতের দিল্লিতে যান হারুন অর রশীদ খাঁন। চিকিৎসা গ্রহণ শেষে গত ২ মে দেশে ফিরেন তিনি। কিছু দিন সুস্থ থাকার পর গত দুই দিন আগে পূনরায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে উপজেলা চেয়ারম্যানের অবস্থা অত্যান্ত থারাপ।