মাহবুব খান:
শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, দড়িপুরা গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম ওমর আলী (মেম্বার) এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২ ডিসেম্বর) বিকেলে অত্র ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দড়িপুরা প্রাইমারি স্কুল সংলগ্ন বজলুর মোড়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসিন নাজির, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ভূঁইয়া।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চক্রধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম খান,উপজেলা কৃষকদলের সভাপতি মমতাজউদ্দিন চাঁন মিয়া মাস্টার,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন,মৎস্যজীবী লীগের সভাপতি জাহেদুল শেখ কাউছার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রবিউল আল মামুন,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলকাছ মিয়া,পৌর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম প্রমূখ।