♦আলো রিপোর্ট ♦
আজ শনিবার (৮ মার্চ) নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি ( নকশিস) এর উদ্যােগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড.মশিউর রহমান মৃধা’র সভাপতিত্বে নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজ পাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। এছাড়াও জেলার ছয়টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এক হাজার পাঁচশত শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও সূধীজনরা উপস্থিত ছিলেন।
নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস) শিবপুর শাখার সাংগঠনিক সম্পাদক ও শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন —- বহুমাত্রিক প্রতিভার অধিকারী ও ঢাকা বিভাগের শ্রেষ্ট অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা স্যারের সার্বিক ব্যবস্থাপনায় আজকের অনুষ্ঠানটি আমরা সফল ভাবে করতে পেরেছি। নরসিংদী সদর, পলাশ,শিবপুর, মনোহরদী, রায়পুরা ও বেলাব উপজেলা শাখা নকশিস’র শিক্ষকরাও ইফতার মাহফিলে উপস্থিত ছিল।