ফেব্রুয়ারি
রচনায় আনোয়ার হোসেন
ভাষার মাসতো ফেব্রুয়ারি
সবাই আমরা জানি
জানার পরে ভাষার কদর
কতজন বা করি ?
ভাষার জন্য শহীদ যারা
কিবা পেলো তারা ।
মাসটি এলে গুমরে কাঁদে
আপনজন যারা ।
বাহবা দিয়ে নামটি বলি
মিনারে দেই মালা ।
মালা দিয়ে দাসারা করি
লাগে নাতো ভালা ।
শহীদ পরিবার কেমন আছে
রাখিনা তাদের খবর ।
ভাষা নিয়ে চর্চা করিনা
ভাষাকে দিলাম কবর ।
একুশ এলে ফুল নিয়ে যাই
প্রভাত ফেরি করি ।
শহীদ মিনারে মালা দিয়ে
ছবি তুলে ছারি ।
ভাষা মোদের অমূল্য ধণ
কয়জনই বা বুঝি ।
বাংলাভাষা মায়ের ভাষা
এবার একটু খুঁজি ?