আলো রিপোর্ট:
বিশিষ্ট কবি ও ছড়াকার মরহুম আবু আসাদের স্মরণ সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।
নরসিংদী প্রেসক্লাবে সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলার উদ্দ্যােগে সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা শাখার খাদেম রসুল সরকারের সভাপতিত্ব স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন — নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির শাহ, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারমান ড.মো: মোয়াজ্জেম হোসেন, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান ভূঁইয়া, সাপ্তাহিক খোরাক এর সম্পাদক ইমদাদুল ইসলাম খোকন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ এর অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মরহুম আবু আসাদের ঘনিষ্ট বন্ধু, লেখক ও সাংবাদিক নূরুল ইসলাম নূরচান। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো হাবিবুর রহমান হাবিব স্মরণ সভার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। সভা পরিচালনা করবেন সাহিত্যের সন্ধানে জেলা শাখার সহ সভাপতি সৈয়দ মাহবুব তামিম ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন।
সাহিত্যের সন্ধানে শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি আনোয়ার হোসেন শিবপুরের আলো ২৪ ডট কম কে বলেন — মরহুম কবি ও ছড়াকার আবু আসাদ সাহিত্য প্রেমী ছিলেন। তিনি কবিতা ও ছড়ার মাধ্যমে সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আগামীকালের স্মরণ সভা বিকাল চার ঘটিকায় শুরু হবে।