কলমের ব্যর্থ কান্না
নূরুল ইসলাম নূরচান
কলমের কান্না কেউ শোনে না
অথচ সে প্রতিনিয়তই কাঁদে
তার কান্নার কারণ, সত্য বলতে
না পারা, সত্যরা দুমড়ে মুচড়ে যাচ্ছে।
কলম কাঁদে তাকে অনেক ‘মানুষ’ অপব্যবহার করছে,
যা হবার কথা ছিল না তাও তাকে দিয়ে করানো হচ্ছে,
আজকাল কলমও কাঁদে ব্যর্থ কান্না,
তার বোবা কান্না কেউ না শোনার জন্য।
কলম অবিরত বলে যাচ্ছে–
‘দয়া করে তোমরা আমাকে সদ্ব্যবহার করো।
তোমাদের স্বার্থের জন্য আমি আর নিজেকে নিঃশেষ করে দিতে চাই না।’