নকল কবি
আনোয়ার হোসেন
অন্যের লেখা নকল করে
হতে চাও কবি ।
নিজকে নিজে প্রশ্ন কর
কাজটা কিন্তু চুরি ।
আমি তুমি সবাই জানি
মহা পাপ চুরি ।
জানার পর ও নামের আশায়
করলা লেখা চুরি ।
লেখা পড়া শিখে মানুষ
জ্ঞানী গুণি হয় ।
এমন শিক্ষা কেমনে নিলা
পরের লেখা চুরি করতে হয় ।
চুরি বিদ্যা মহা বিদ্যা
যদি না পরে ধরা ।
পড়লে ধরা পায় যে সাজা
জীবন হয় যে সারা ।
জানতাম তুমি ভালো মানুষ
মনটা এতো ছোটো ।
হিসাবেতে পড়ছ ধরা
তুমি মানুষ খাটো
অনেক বলেছি অনেক লিখেছি
নিও না মনে ব্যথা ।
সাক্ষাতে বলব কথা
পাই যদি দেখা ।