• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:

বুধবারের সাহিত্য পাতা:: প্রবাসীর কষ্ট::রচনায় :আনোয়ার হোসেন

admin / ৩৭০ Time View
Update : বুধবার, ২৪ মে, ২০২৩

প্রবাসীর কষ্ট
আনোয়ার হোসেন

আট বছরের প্রবাস জীবন
কোথায় হারিয়ে গেল ।
ঋণের বোঝা মাথায় এখনো
সংসার সুখে চলে ।

আপনজনরা মহা খুশী
আমি প্রবাসে থাকী ।
বউ আমার বুঝতে চায় না
যৌবন থাক বাকী ।

প্রবাস থেকে বাড়ী এসে
পড়লাম ভীষণ দায় ।
বউ আমার কয়না কথা
সংসার ভাঙ্গতে চায় ।

এতো কষ্টের প্রবাস জীবন
কাকে আমি বুঝায় ।
বউ রাখিয়া প্রবাস গিয়ে
ভূল করিলাম হায় ।

কেউ তো আমায় কয় না কিছু
মার চোখে জল ।
প্রবাস থেকে কেন আসলাম
প্রশ্ন অবিচল ।

প্রবাসে যাইতে দিবে না মা
কাঁদে বারে বার ।
ঋণের বোঝা সংসারের খরচ
চলবে কেমনে এবার ।

হিসাব চাইলে বউ বেজার
ভাইটি করে রাগ ।
সংসারেতে ধরছে গুনে
বাবা বলে থাক ।

প্রবাসেতে যাইবো চলে
মন করলাম স্থির ।
বউ দেখি বেজায় খুশী
যাইব কবে অস্থির ।

প্রবাসেতে থাকে যারা
সবাই কুলুর বলদ ।
গাদার মতো গা খাটিয়ে
জীবন করে বধ ।

প্রবাসীর দুঃখ একটু ও নাই
সবাই সুখে থাক ।
আপনজনের আরজি শোনে
প্রবাসী হয় অবাক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category