আতাবুর রহমান সানি:
নরসিংদীর শিবপুরে প্রায় শেষের দিকে বোরো ধান রোপন প্রায় শেষ হলো। কৃষকরা ধানের চারা যত্ন নিতে ধান ক্ষেতে কাজ করছে। শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় ধান আবাদ করতে কিছুটা অনীহা কৃষকদের মাঝে। ২০২৩ সালের খাদ্যভাব দুর করতে কৃষকদের আগ্রহ যথেষ্ট। ধান আবাদে দোপাত্তর ও সমাইয়া নামে উপজেলায় বড় দুটি হাওর রয়েছে।
এ বছর উপজেলায় ১০১৬৭ হেক্টর জমিতে বোরোধান রোপন লক্ষ্য নিয়েছে উপজেলা কৃষি অফিস। তন্মধ্যে ৬৫০০ হেক্টর জমিতে বোরোধান রোপন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক শিবপুরের আলো ২৪ ডট কম’কে বলেন, উপজেলা কৃষি অফিস থেকে ৩৪০০ জন কৃষককে ধান বীজ ও সার দিয়ে সহায়তা করা হয়েছে।