বেলাল আহমেদ:
নরসিংদীর মাধবদীতে ফ্রিলান্সার আইটি ইন্সটিটিউট থেকে বিভিন্ন ক্যাটাগরিতে কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১/৬/২০২৩) সন্ধ্যায় ইন্সটিটিউটে সার্টিফিকেট বিতরণ করা হয়।
সার্টিফিকেট বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক এবং মাধবদী ডিজিটাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদী। ফ্রিলান্সার আইটি ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ ইউসুফ আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হাজী আবেদ আলী কলেজের প্রভাষক ও বিদ্যাবাড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব বেলাল আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এশিয়ান মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মনির হোসেন এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা জনাব আলমগীর হোসেন। শিক্ষার্থীরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সনদ গ্রহণ করেন এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।