এতদ্বারা সোনার বাংলা সমবায় কটন মিলস লিঃ সকল সদস্য, দেনাদার ও পাওনাদারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমিতির ২০২২-২০২৩ অর্থবছরের বিধিবদ্ধ বার্ষিক নিরীক্ষা নিম্নস্বাক্ষরকারীর নেতৃত্বে গঠিত নিরীক্ষা দল কর্তৃক আগামী ২৯-১১-২০২৩ তারিখ হতে সমিতির প্রধান কার্যালয়ে আরম্ভ করা হবে।তদানুযায়ী সংশ্লিষ্ট সকলকে তাদের নামীয় স্ব স্ব হিসাবাদি,সমিতিতে রক্ষিত ৩০-০৬-২০২৩ তারিখের হিসাবের সাথে নিরীক্ষা চলাকালে আগামী ২৯-১১-২০২৩ তারিখের মধ্যে মিলিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, এ ব্যাপারে আলাদা কোন ভেরিফিকেশন স্লিপ ইস্যু করা হবে না। উক্ত সময়ের মধ্যে হিসাবাদী মিলিয়ে না নিলে সমিতিতে রক্ষিত হিসাবকে চূড়ান্ত বিবেচনা করে নিরীক্ষা সম্পাদন করা হবে।
(শাকিলা হক)
উপ-নিবন্ধক
সমবায় অধিদপ্তর, ঢাকা।
ও
দলনেতা,নিরীক্ষা দল।