• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধার কোমরে রশি বাঁধার ঘটনায় ওসি’র দুংখ প্রকাশ

admin / ৩৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩


শিবপুর সংবাদদাতা :

বীর মুক্তিযোদ্ধা ছালেক রিকাবদারকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে হাতে হ্যান্ডকাফ ও কোমরে রশি বেঁধে নরসিংদী কোর্টে প্রেরণ করার ঘটনায় দুংখ প্রকাশ করেছেন শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।
তিনি আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখতে গিয়ে উক্ত অনাকাঙ্খিত ঘটনার জন্য দুংখ প্রকাশ করেন।

আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে সভায় আরোও বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা,সাবেক উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসিন নাজির, শিবপুর মডেল থানার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, গত ১০ ফেব্রুয়ারী রাতে ধানুয়ার নিজ বাসার সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছালেক রিকাবদার কে গ্রফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।পরে দিন ১১ ফেব্রুয়ারী কোমরে রশি বেঁধে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে কোর্টে প্রেরণ করে।ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে রিপোট প্রকাশিত হলে নিন্দার ঝড় ওঠে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category