দিন বদলের হাওয়া
বেলাল আহমেদ
এই খেলা, সেই খেলা
কাটতো শিশুর সারাবেলা,
শিশু নেই শিশু মেলায়
সবাই শুধু মোবাইল চালায়।
মাটির পুতুল নেই হাতে
আছে হাতে ফোন,
শিশুর তাই হচ্ছেনা আজ
মেধার সঠিক গুণ।
ঘুড়ি নিয়ে যায় না মাঠে
যায় এখন গাছ তলায়,
বসে বসে চুপি চুপি
সবাই দেখি ফোন চালায়।