• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

শাহ মো: সজীব শিবপুরে নতুন ইউএনও হিসেবে যোগদান করছেন

admin / ৩৭৯ Time View
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩


::: আবু নাঈম রিপন :: স্টাফ রিপোর্টার:::

৩৪তম বিসিএস ক্যাডারের ( প্রশাসন) কর্মকর্তা শাহ মোঃ সজীব নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয় মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার ফাহরিয়া ইসলামের স্বাক্ষরিত আদেশে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) তিনি দায়িত্ব গ্রহণ করেন।

জানাগেছে, শাহ মোঃ সজীব শিবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের আগে রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ২০১৬ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে ও ২০১৯ সালের এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

শাহ মোঃ সজীবের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাঁচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জন করেছেন।

উণ্ণেখ্য যে, বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার সাবেক শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত বদলী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category