শিবপুরের সাবেক এমপি শহীদ রবিউল আউয়াল কিরণ খান এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ আওয়ামীলীগ নরসিংদী জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি-জি এম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক-পীরজাদা মোহাম্মদ আলী ২০ সেপ্টেম্বর মঙ্গলবার শিবপুর আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু,১৫ আগস্ট ২১আগস্টে সকল শহীদ, মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ মতিন ভূঞা,নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, নরসিংদী শহর আ.লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল,শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজীর, সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঞা রাখিল,সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান মোঃ ফরহাদ আলম ভূঁইয়া,জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শামিম নেওয়াজ, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আমীর হোসেন সরকার, প্রচার সম্পাদক শহীদের উত্তরস্বরী ফজলে রাব্বী খান,পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খানসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ।