নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দওেরগাও মধ্যপাড়া ( কাচারী বাজারের পশ্চিম পাশে) গ্রামের কবির হোসেনের একমাত্র ছেলে ইব্রাহীম (২১) সৌদি আরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।আর ঘটনাটি ঘটে আজ ৬ জুলাই সকাল সাড়ে ১২ টায়।
নিহতের পরিবার সূত্র জানায়, ইব্রাহীম আজ থেকে ১ মাস ৪ দিন আগে সৌদি আরব যায়।আজ সকালে কাজে যাওয়ার আগে মায়ের সাথে ইব্রাহীমের শেষ কথা হয়।দুপুরের পরে তাড়া জানতে পারে নিজেদের একমাত্র ছেলে ইব্রাহীম বি্দ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মারাগেছে।