• বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ পরিচালনার দাযিত্ব পেলেন স্বপন চন্দ্র সরদার শিবপুরে বিএনপির সকল কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা হবে — মনজুর এলাহী নরসিংদীতে যুবদল নেতার বাড়িতে মিলল পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার বিএনপি নেতা আবু ছালেক রিকাবদারের রোগ মুক্তি কামনায় দোয়া শিবপুরে আগুন লেগে ১১ টি দোকান ভস্মীভূত আমাকে বির্তকিত করার জন্যই অপপ্রচার করা হয়েছে — তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র আদান প্রদানের অভিযোগে দুইজন কারাগারে নরসিংদীতে গণহত্যা মামলায় অনির্বাণ ও সাইফুল ইসলাম গ্রেপ্তার শিবপুরে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপিত শিবপুরে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার

শিবপুরের বিদায়ী ইউএনওর কাছে সিএনজি স্টেশনের সাড়ে ৩ লাখ টাকা বকেয়া

admin / ৪৫১ Time View
Update : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নরসিংদীর শিবপুরের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের কাছে একটি সিএনজি স্টেশনের ৩ লাখ ৭০ হাজার ১১৫ টাকা জ্বালানি বিল বকেয়া রয়েছে বলে অভিযোগ উঠেছে। গত দুই বছর ধরে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোট ৭ লাখ ১৯ হাজার ৮৬৫ টাকার জ্বালানি নেন। এর মধ্যে বিভিন্ন সময় ৩ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা পরিশোধ করেন। এরপর আরও বকেয়া জমা হয় উল্লেখিত অংকের টাকা। অনাদায়ী জ্বালানি বিল উঠাতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিএনজি স্টেশনের ম্যানেজার নিজাম চৌধুরী শিবপুর ইউএনও অফিসে গেলে ঘটনাটি জানাজানি হয়ে যায়।

ভুক্তভোগী ভূঞা সিএনজি স্টেশনের মালিক ছাত্তার ভূঞা মোবাইলে জানান, দিচ্ছি দিব বলে কিছু দিন পর পর ৫ থেকে ১০ হাজার টাকা করে সাড়ে তিন লাখ টাকার মতো পরিশোধ করে। শুনেছি তিনি শিবপুর ছেড়ে চলে যাচ্ছেন অথচ আমাদের বকেয়া বিল পরিশোধ করছেন না। তাই আজকে ইটাখোলা ও সাহেপ্রতাপে অবস্থিত দুটি সিএনজি স্টেশনের ম্যানেজারকে নির্বাহী কর্মকর্তার অফিসে পাঠানোর পর বকেয়া টাকা পরে দিবেন বলে জানান ইউএনও।

ইউএনও’র বরখাস্ত হওয়া গাড়িচালক রুবেল জানান, এক মাসেই ভূঞা সিএনজির ইটাখোলা ও সাহেপ্রতাপ স্টেশন থেকে ৭৭ হাজার টাকার গ্যাস নিয়েছে। তার স্বামী এই গাড়ি নিয়ে প্রায়ই ঢাকা-সিলেট যায়। তার স্বামীই বেশি জ্বালানি ক্রয় করে এবং ব্যবহার বরে। যে মাসে বেশি বেশি যায় সে মাসে বেশি টাকার গ্যাস ও তেল লাগে।

খোঁজ নিয়ে আরো জানা গেছে ২০২২ সালের মার্চ ও  এপ্রিল মাসে ১ লাখ ৫৫ হাজার টাকার জ্বালানি নেয় ইউএনও’র এই গাড়ি। এক মাসে দেড় লক্ষাধিক টাকার জ্বালানি কীভাবে ব্যবহার করলো এ ব্যপারে জানার জন্য ইউএনওকে ফোন করলে তিনি ফোন ধরেননি। জেলা প্রশাসন নরসিংদীর এক ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে মুখ খুলতে অনিহা প্রকাশ করেন এই কর্মকর্তা।

উল্লেখ্য, ইতোমধ্যে এই কর্মকতার বিরুদ্ধে নানা অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হতে গত ২৮ আগস্ট তাকে অন্যত্র বদলী করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ইউএনও শিবপুর থেকে নরসিংদী আসার পথে গত ১২ সেপ্টম্বর সৈয়দনগর এলাকায় এই গাড়ি নিয়ে দুর্ঘটনায় পতিত হন এই নির্বাহী কর্মকর্তা। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও অক্ষত থাকেন তিনি। গত এক বছরে এই ইউএনও তিন জন গাড়িচালক দিয়ে এই গাড়ি চালিয়েছেন। এরই মধ্যে একজন চাকরি ছেড়ে চলে গেছেন এবং আরেকজনকে বরখাস্ত করেছেন তিনি। এদিকে আজ নতুন ইউএনও’র কাছে এই বিদায়ী ইউএনও’র দায়িত্বভার হস্তন্তরের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category