ক্রাইম রিপোর্টার:
নরসিংদীর শিবপুর বাসষ্ট্যান্ডে গতকাল প্রকাশ্যে দিনে দুপুরে গুলাগুলির ঘটনায় ভূমিদস্যু হিসেবে পরিচিত মো: সেলিম ভূইয়াকে (৩৩) প্রধান আসামী করে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সে উপজেলার আশ্রাফপুর গ্রামের আ: রব ভূঁঞার ছেলে। ঘটনায় গ্রেফতারকৃত বাকি চার আসামীরা হলো শিবপুর দক্ষিণপাড়া গ্রামের আ: সাদেক মিয়ার ছেলে মো: কাউছার মিয়া (২৮), শিবপুর ভূইয়া মার্কেট এলাকার তমিজ উদ্দিনের ছেলে আরিফ হোসেন (২৬), শিবপুর পশ্চিমপাড়া গ্রামের মো: সেকান্দার আলীর ছেলে মো: হিরন মিয়া (৩৩),শিবপুর পশ্চিম পাড়া গ্রামের আবুল হাসিমের ছেলে মেহেদী হাসান (২৬)। এছাড়া দায়েরকৃত মামলায় আরো অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামী করা হয়েছে।তাদের বিরুদ্ধে শিবপুর মডের থানায় অস্ত্র আইন ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, শিবপুর বাসস্ট্যান্ডের পাশের একটি জমি নিয়ে সেলিম ভুইয়া ও নাইমুল ইসলাম অপির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল শনিবার বেলা ৩টার দিকে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেলিম পিস্তল দিয়ে গুলি চালায়। গুলিতে কেউ হতাহত হয়নি। সংবাদ পেয়ে জেলা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের ৫জনকে আটক করে।
এসময় সেলিমের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও কাউসার মিয়ার কাছ থেকে ধারালো বড় চাপাতি উদ্ধার করা হয়।