মাহবুব খান:
নরসিংদী শিবপুরের আব্দুল হালিম শিকদার মিনি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পুরান্দিয়া অস্থায়ী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদুল কবির সাহিদ।খেলাটি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাহফুজুল হক টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার হাছান উল ছানি এলিছ,শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠিনক সম্পাদক আবদুল হালিম শিকদার প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ইফতেখার উদ্দীন নিপুন,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউছার, পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রমজান,ইউপি সদস্য মাহবুব মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন,যুবলীগ নেতা কাউছারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দর্শকবৃন্দ।