অনুষ্টানে বক্তব্য রাখছেন স্হানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা.
আবুনাঈম রিপন,স্টাফ রিপোর্টার:::
নরসিংদীর শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত,জাতীয় শিক্ষা পদক ও শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই)সকালে অত্র প্রতিষ্ঠানের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো : সজীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা (এমপি)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌসি ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহসিন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা বশিরুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার তাজমুন্নাহার,সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো: আলমগীর,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, বিশিষ্ট সমাজসেবক সাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।এবং সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শুভেচ্ছান্তে ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একেএম মাসুদুর রহমান,
অনুষ্ঠানে উদ্বোধনী গান পরিবেশন করেন শিল্পী ইফাত রাখিল রাতিন।