নরসিংদীর শিবপুরে রোপা আমন মৌসুমে উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জনপ্রতি পাঁচ কেজি করে উফশী ধান বীজ ও দশ কেজি করে ডিওপি সার, দশ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিনিয়া জিন্নাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিনসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।