• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

আবুনাঈমরিপন

শিবপুরে ঘুষ ছাড়া হয় না দলিল রেজিস্ট্রি!

admin / ৫১০ Time View
Update : রবিবার, ২৪ জুলাই, ২০২২

নরসিংদীর জেলার শিবপুর সাব
রেজিস্ট্রার অফিসে
ঘুষের টাকা ছাড়া হয় না দলিল রেজিস্ট্রি।এমন অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী
ও দলিল লেখক।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘুষের টাকা না দেওয়ায় দলিল লেখকগণ দ‌লিল রে‌জি‌স্ট্রি কর‌তে না পে‌রে ক্ষোভে ও হতাশায় অফিসে বসে থাকে। দলিল লেখক ও ক্রেতাগণ জানান, যে কোন দলিল রেজিস্ট্রি করলেই ৭-৮ হাজার টাকা সাব রেজিস্ট্রারকে দিতে হয়।এছাড়াও সেরস্থা,আন্ডার বেলু না দিলে দলিল রেজিষ্ট্রি হয় না । জমির কাগজপত্রের সম্পূর্ণ মিল থাকা সত্ত্বেও নানা ধর‌নের অজুহাত দেখিয়ে দলিলপত্র ফেরত দেয়।এর আগে অত্র অফিসের দলিল লেখক শাহিন সরকার,সৈয়দ সামসুল হুদা মুকুল ও কামাল শেখ এর নেতৃত্বে সকল দলিল লেখকগণ সাব রেজিষ্ট্রিটা‌রের সাথে দফায় দফায় মিটিং করেও হয়নি কোনো সুরাহা। ঘুষ আর দুনীতির কারনে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি জনগন ও হচ্ছে হয়রানির শিকার।
এ ব্যাপারে উপজেলা সাব রেজিস্ট্রার মো: মিজাহারুল ইসলামের (01711-208316/01946-395880) এই ফোন নাম্বারে একাধিকবার ফোন করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category