• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

শিবপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

admin / ৩৬৮ Time View
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

নিহত নাহিদ.

নরসিংদীর শিবপুরে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, স্কুলের তুচ্ছে ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহত কলেজ শিক্ষার্থীর নাম—নাহিদ (২০)। তিনি হরিহরদী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নাহিদ উপজেলার সাধারচর ইউনিয়নের তাতারকান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে।

নাহিদের পরিবার বলছে, আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম ফিলআপের জন্য সকালে কলেজে যান নাহিদ। এ সময় এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যান্যরা তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র (চাপাতি) নিয়ে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে ফেলে রেখে যায় নাহিদকে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয়ের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে নাহিদের পূর্বশত্রুতা ছিল বলে জানিয়েছে তার স্বজনেরা।

এ বিষয়ে নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্র নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category