• মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব সংবাদদাতা.

শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ

admin / ৭৫৩ Time View
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর শিবপুর পৌরসভার বাজনাব বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি দোকানে ভাংচুর ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বাজনাব বাজারের মুদি ব্যবসায়ী চাঁন মিয়া মোল্লার ছেলে জলিল মোল্লার দোকানে এই ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়,একই গ্রামের ঝাডু মুন্সির ছেলে অমিত হাসান দ্রুত গতিতে ভ্যানগাড়ি দিয়ে খড় নিয়ে যাওয়ায় একজন পথচারী তাকে আস্তে ভ্যান চালাতে বলে।এতে অমিত হাসান ক্ষিপ্ত হয়ে পথচারী তুষারের সাথে মারমুখী আচরণ শুরু করলে দোকানদার জলিল অমিতকে কথা না বাড়িয়ে এখান থেকে চলে যেতে বললে সে চলে যায়। পরবর্তীতে এই ঘটনাটি অমিতের বাবা ঝাডু মুন্সিকে অবহিত করে।ফলে বাবার কাছে তার বিরুদ্ধে নালিশ দেওয়ায় অমিত তার দল বল নিয়ে এসে জলিলের দোকানে হামলা ও ভাংচুর চালায়।এতে আহত হয় জলিল মোল্লা ও তার ছোট ভাই সেলিম মোল্লা,মনির মোল্লার ছেলে তুষার মোল্লা এবং ফজর আলী খন্দকারের ছেলে আলতাফ খন্দকার।হামলাকারীদের মধ্যে ছিলো বাজনাব গ্রামের সুরুজ মেম্বারের ছেলে সিজান মোল্লা, দিহান মোল্লা,রহিম সরকারের ছেলে আরিফ সরকার,রহিমের ছেলে শাহেদ,কাউছার মোল্লার ছেলে তাফিম মোল্লা ও পিতা অজ্ঞাত সুমেল মোল্লাসহ আরও ১০/১২ জন।এসময় তাদের হাতে ছিলো দেশীয় অস্ত্র রামদা,চাপাতি,কুড়াল ও লাঠিসোঁটা।

ভুক্তভোগি জলিল জানায়,হামলাকারীরা যাওয়ার সময় ক্যাশ থেকে এক লক্ষ পচাশি হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

অভিযুক্ত হামলাকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ ব্যপারে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর শিবপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category